ঝলমলে লাল পোশাকে বিমানবন্দরে পাপারাৎজিদের ক্য়ামেরাবন্দি তমন্না ভাটিয়া। লাল প্যান্ট আর খোলামেলা টপে নজরকাড়া তমন্না। দক্ষিণী এই তারকাকে গোটা ভারতে জনপ্রিয় করে তুলেছিল 'বাহুবলী' ছবিটি। মূলত দক্ষিণী ছবিতেই কাজ করেন তমন্না। মুম্বইতেই জন্ম তমন্নার, মাত্র ১৫ বছর বয়সে অভিনয়ে আসেন তিনি। ২০১৩ সালে হিন্দি ছবিতেও কাজ করেন তমন্না। অজয় দেবগণের সঙ্গে কাজ করেন তিনি। তামিল ও তেলুগু ছবিতে কাজ করেছেন তমন্না, পেয়েছেন পুরস্কারও। 'বাহুবলী' ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় তাঁর খ্যাতিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে প্রধান ভূমিকায় অভিনয় করে প্রথম মঞ্চে ওঠেন তমন্না। পরিবারে তাঁর এক দাদাও রয়েছেন। তাঁর বাবা ছিলেন হিরে ব্যবসায়ী।