ফের একবার সেরার পালক 'আর আর আর'-এর মুকুটে। বিশ্বজুড়ে সমাদৃত রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি।

আন্তর্জাতিক স্তরেও ভূয়সী প্রশংসা পাচ্ছে এই ছবি। এবার এই ছবি সেরার সম্মান পেল 'পঞ্চাশতম স্যাটার্ন অ্যাওয়ার্ডস'-এ।

বিদেশের মাটিতে এস এস রাজামৌলির এই ছবি পঞ্চাশতম 'স্যাটার্ন অ্যাওয়ার্ডস'-এ সেরা আন্তর্জাতিক ছবির পুরস্কার পেল।

একাধিক ক্যাটেগরিতে মনোনীত হয়েছিল 'আর আর আর'। যার মধ্যে 'সেরা আন্তর্জাতিক ছবি', 'সেরা অ্যাকশন অ্যাডভেঞ্চার', 'সেরা পরিচালক'-ও ছিল।

রাজামৌলি সশরীরে উপস্থিত ছিলেন না। তবে তাঁর বক্তব্যের একটি এভি রেকর্ড দেখানো হয়।

'আমাদের ছবি সেরা আন্তর্জাতিক ছবি হিসেবে স্যাটার্ন অ্যাওয়ার্ডস পাওয়ায় আমি অত্যন্ত খুশি। পুরো দলের পক্ষ থেকে জুরিকে ধন্যবাদ।'

'আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি আমার দ্বিতীয় স্যাটার্ন অ্যাওয়ার্ড। 'বাহুবলী: দ্য কনক্লুশন'-এর জন্য প্রথমটা পাই।'

'ওখানে ব্যক্তিগতভাবে থাকতে পারলে ভীষণ খুশি হতাম, কিন্তু জাপানে RRR প্রচারের জন্য পূর্ব প্রতিশ্রুতির কারণে, দুর্ভাগ্যবশত আমি উপস্থিত হতে পারিনি।'

অনুষ্ঠানের অন্যান্য বিজয়ীদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজামৌলি। ভিডিও বার্তা শেষ করেন করজোড়ে 'নমস্কার' জানিয়ে।

বিশ্বজুড়ে এই ছবি ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে। এই ছবিতে আরও অভিনয় করেছেন শ্রীয়া সরণ, আলিয়া ভট্ট, অজয় দেবগণ প্রমুখ।