বক্স অফিসে বাম্পার হিটের পথে অ্যানিম্যাল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির ব্যবসা। সিনেমার চিত্রনাট্য নিয়ে সমালোচনার বহর বইলেও বাজারে অর্থলাভের গ্রাফ প্রবলভাবেই ঊর্ধ্বমুখী। রণবীর কপূর এই সিনেমা প্রচার-প্রসারে তাঁর পারিশ্রমিকের অর্ধেক টাকা দিয়েছেন বলেই খবর। কোন অভিনেতা কত পেলেন ? নেতিবাচক চরিত্রে চোখের ইশারা ও শরীরি ভঙ্গিতে সিনেমায় ছাপ ফেলা ববি দেওল ৪-৫ কোটি টাকা পেয়েছেন অ্যানিম্যালের জন্য। রণবীরের বাবার চরিত্রে অভিনয় করা অনিল কপূর ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলেই খবর। রশ্মিকা মন্দনা অ্যানিম্যালের জন্য ৪ কোটি টাকা পেয়েছেন বলেই খবর। আর সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করা রণবীর কপূর কত পারিশ্রমিক নিয়েছেন অ্যানিম্যালের জন্য ? সূত্রের খবর, নিজের ৭০ কোটি পারিশ্রমিকের অর্ধেক অর্থ নিয়েছেন রণবীর। রণবীর তাঁর পারিশ্রমিকের বাকি অর্থ সিনেমার প্রচার-প্রসারের জন্য ব্যয় করতে বলেছেন নির্মাতাদের। খবর এমনটাই। অর্ধেক পারিশ্রমিকের বদলে সিনেমার লভ্যাংশের একটি অংশ নির্মাতারা রণবীরকে দেবেন বলেই জানা যাচ্ছে। যে অঙ্কটা ক্রমশই বাড়ছে।