দীর্ঘ ৬ বছরের তিক্ত সম্পর্ক। অবশেষে কাটল। নেটফ্লিক্সের একটি শোয়ের জন্য হাত মেলালেন দুই তারকা কৌতুকশিল্পী কপিল শর্মা ও সুনীল গ্রোভার। নেটফ্লিক্স ইন্ডিয়ার পোস্ট করা প্রোমোর ক্যাপশনে লেখা হয়, 'বহুদিন ধরে যে মুহূর্তের অপেক্ষায় ছিলেন সকলে, সেই সময় এসে গিয়েছে।' ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে কপিল ও সুনীল দু'জনেই একের পর এক বলছেন, 'আমি আসছি নেটফ্লিক্সে'। তারপর তাঁদের বলতে শোনা যায়, 'তাহলে একসঙ্গেই যাওয়া যাক'। কপিল শর্মাকে বলতে শোনা যায়, 'আমরা ১৯০টি দেশে আসতে চলেছি।' তার মাঝেই সুনীল বলে ওঠেন, 'অস্ট্রেলিয়া যেতে হবে না'। কিন্তু কপিল বলেন যে সেখানেও দর্শক অপেক্ষায় আছেন, তার উত্তর সুনীল বলেন, 'তাহলে আকাশপথে না, স্থলপথে যাব।' এরপর প্রোমোয় একে একে 'দ্য কপিল শর্মা শো'-এর বাকি সদস্যদেরও আসতে দেখা যায়, যাঁদের মধ্যে অর্চন পূরণ সিংহও ছিলেন। কিন্তু কী থেকে শুরু হয় তিক্ততা? সুনীল গ্রোভার, কপিল শর্মা সঞ্চালিত অনুষ্ঠানে গুটঠি ও ডাক্তার মশুর গুলাটির চরিত্রে অভিনয় করতেন। ২০১৮ সালে অস্ট্রেলিয়া থেকে মুম্বই আসার পথে বিমানে তাঁদের মধ্যে প্রবল ঝামেলার সূত্রপাত। অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠান সেরে ফিরছিলেন তাঁরা। যদিও ফ্লাইটে আসলে কী হয়েছিল সেই নিয়ে তাঁদের কেউই প্রকাশ্যে কিছুই বলেননি কখনও। প্রসঙ্গত এই বছর এপ্রিল মাসে সুনীল গ্রোভার বলেন যে অদূর ভবিষ্যতে কপিল শর্মার সঙ্গে তাঁর কাজ করার কোনও পরিকল্পনা নেই।