১৯৮৭ সালের ২ জুন। বিহারের পটনায় জন্মগ্রহণ করেন বলিউডের এই মুহূর্তের প্রথম সারির অন্যতম অভিনেত্রী সোনাক্ষী সিন্হা।



তারকা অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিন্হা ও পুনম সিন্হার মেয়ে তিনি।



লভ সিন্হা ও কুশ সিন্হার পর শত্রুঘ্ন-পুনমের তৃতীয় সন্তান সোনাক্ষী।



সোনাক্ষী নিজের স্কুলের পড়াশোনা শেষ করেছেন আর্য বিদ্যা মন্দির থেকে।



সেখান থেকে স্কুল শেষ করার পর তিনি ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক পাশ করেন।



শ্রীমতি নথিবাঈ দামোদর থাকারে উইমেন্স ইউনিভার্সিটির প্রেমলীলা বিথলদাস পলিটেকনিক থেকে স্নাতক পাশ।



অভিনয়ে পা রাখার আগে কস্টিউম ডিজাইনার হিসেবেই কর্মজীবন শুরু করেন তিনি।



২০১০ সালে অভিনয়ে পা রাখেন সলমন খানের বিপরীতে 'দবং' ছবিতে।



সেই বছরের সর্বোচ্চ আয় করা বলিউডি ছবি হিসেবে চিহ্নিত হয় 'দবং'। ব্লকবাস্টার হিট হয় সলমন-সোনাক্ষী জুটি।



অভিনয়ের পাশাপাশি গত বছর নিজের নতুন ব্র্যান্ড লঞ্চ করেন, 'ফলস নেইল'-এর।