ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষে অ্যানিম্যাল সিনেমার 'জামাল-কাদু'। যে গানের ছন্দের ছোঁয়া লেগেছে বেশিরভাগ রিল-ভিডিওতে।



ববি দেওলের চরিত্র আব্রার হককে সিনেমাটিতে প্রথমবার দেখানোর সময় বাজতে শুরু করে গানটি। যা হয়ে গিয়েছে ভাইরাল।

জামাল-কাদু বা জামাল জামালু আসলে একটি লোকসঙ্গীত। ইরানে আর্বিভাব গানটির।



১৯৫০ সালে দক্ষিণ ইরানের খারাজেমি গার্লস হাই স্কুলে প্রথম গাওয়া হয়েছিল গানটি।



সময়ের সঙ্গে সঙ্গে সেটি বিয়ের অনুষ্ঠানে স্থান করে নেয়। পারস্যে বিয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে যায় যা।



খাতারে গ্রুপের মাধ্যমে আরও প্রচার পাওয়া লোকসঙ্গীতটির মানে কি জানেন ?



গানটির মানে খানিক এমন দাঁড়ায়, 'ও প্রিয়, খেলো না আমার হৃদয় নিয়ে...'



'তুমি চলেছো নতুন যাত্রায়, যাচ্ছ অন্য কোথায়, আর আমি হয়ে উঠছি পাগল, ও প্রিয়' এমনটাই মানে গানটির।



অ্যানিম্যাল সিনেমার চিত্রনাট্য প্রবল সমালোচিত হলেও বক্স অফিসে অর্থ উপার্জনের দৌড়ে তা তরতর করে এগিয়ে চলেছে । সঙ্গে গানগুলিও কেড়েছে শ্রোতাদের মন।



'জামাল-কাদু' গানটি প্রকাশ পাওয়ার পর ইউটিউবে তা এই মুহূর্তে ট্রেন্ডিং তালিকাতে শীর্ষে রয়েছে।



সব ছবি- এবিপি-ফাইল চিত্র।