'রাজা রানী রোমিও' নামের নতুন এই ওয়ের সিরিজ আসছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে সিরিজে নায়িকার ভূমিকায় দেখা যাবে স্বীকৃতি মজুমদারকে ফিল্মস এন্ড ফ্রেমস-এর প্রযোজনায় মুক্তি পাবে এই সিরিজটি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং ধারাবাহিকে নেতিবাচক ভূমিকায় থাকছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক 'মেয়েবেলা'-র জুটিই ফিরছে তবে অন্য সমীকরণ অন্য গল্প নিয়ে রোম্যান্টিক থ্রিলারের কাজ ওয়েব প্ল্যাটফর্মে বেশ নতুন এই সিরিজে অর্পণ ঘোষালের চরিত্রের নাম ইমরান মণ্ডল স্টার জলসার ধারাবাহিক 'মেয়েবেলা'-তে জুটি হিসেবে দেখা গিয়েছিল তাঁদের নতুন এই ওয়েব সিরিজ মুক্তি পাবে ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে