অভিনয় নয়, মিমি চক্রবর্তীর কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং -এর হাত ধরে। জলপাইগুড়ির মেয়ে মিমি কলকাতা আসেন কাজের সূত্রেই, তারপরে ধারাবাহিকে সুযোগ। প্রথম ধারাবাহিক ছিল 'গানের ওপারে', সেখানেই অভিনয়ে পরিচিতি পান পুপে। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই ধারাবাহিকই মিমির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মিমি একটি সাক্ষাৎকারে বলেন, এখনও এই চরিত্রটা নিয়ে গর্ব করি আমি। বর্তমানে রাজনীতিতেও যোগদান করেছেন মিমি, সঙ্গে করছেন অভিনয়ও। সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে সবসময়েই সরব থেকেছেন মিমি। সামনেই মুক্তি পাবে মিমির নতুন ওয়েব সিরিজ, এটিই তাঁর প্রথম ওয়েব প্ল্যাটফর্মে কাজ। মিমির বিপরীতে এই সিরিজে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে।