আজ জন্মদিন বলিউড অভিনেত্রী অনু আগরওয়ালের।
ABP Ananda

আজ জন্মদিন বলিউড অভিনেত্রী অনু আগরওয়ালের। রুপোলি পর্দার জগত থেকে আজ তিনি অনেক দূরে

একটা দুর্ঘটনা তাঁর
ABP Ananda

একটা দুর্ঘটনা তাঁর জীবনটা বদলে দিয়েছে সম্পূর্ণভাবে

'আশিকি' দেখেননি, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল।
ABP Ananda

'আশিকি' দেখেননি, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। ছবি এবং ছবির প্রতিটা গানে মেতে উঠেচিল আসমুদ্র হিমাচল

প্রথম ছবির ব্যাপক সাফল্যের জন্য বলিউড তো বটেই,

প্রথম ছবির ব্যাপক সাফল্যের জন্য বলিউড তো বটেই, হলিউড থেকেও একাধিক ছবির প্রস্তাব পেয়েছিলেন অনু আগরওয়াল

সে সময়ই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার পর চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন যে, অভিনেত্রী বাঁচবেন না

দুর্ঘটনার ফলে তাঁর আঘাতের মাত্রা এতটাই বেশি ছিল যে, অনু আগরওয়াল কোমায় চলে যান। শরীরের একাধিক জায়গা, বিশেষ করে মুখে মারাত্মক আঘাত ছিল

চিকিৎসকেরা জানিয়েছিলেন, কোনওভাবে যদি তিনি বেঁচেও যান, তাহলে বড়জোর বছর তিনেক বাঁচবেন

২৯ দিন কোমায় থাকার পর জ্ঞান ফেরে অনু আগরওয়ালের। তবে, তাঁর স্মৃতিশক্তি সম্পূর্ণভাবে চলে যায়। দুর্ঘটনার ক্ষত সেরে উঠতেও অনেক সময় লাগে

কোমা থেকে ফিরলেও প্রথম জীবনের কিছুই মনে ছিল না অনু আগরওয়ালের। ২০০১ সাল নাগাদ তিনি সন্ন্যাসী হয়ে যান

সেই থেকে যোগা শিক্ষিকাও হয়ে যান অনু আগরওয়াল। বস্তির ছেলেমেয়েদের যোগাসন শেখাতে থাকেন। এরপর নিজের একটি সংস্থাও চালু করেন