সপ্তাহের শুরুতে মুম্বইয়ের একটি ইভেন্টে ক্যামেরাবন্দি অনুষ্কা শর্মা। হলুদ অফ শোলডার টপ আর নীল ডেনিমে ক্যাজুয়াল লুকেই নজরকাড়া অনুষ্কা। মিক্স অ্যান্ড ম্যাচ করে পায়ে সবুজ পেনসিল হিলের জুতো পরেছিলেন অনুষ্কা, খোলা রেখেছিলেন চুল। ঝুলন গোস্বামীর বায়োপিকে আগামীতে দেখা যাবে অনুষ্কাকে। 'চাকদা এক্সপ্রেস' -এর শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছবির মুক্তির দিন এখনও ঠিক হয়নি। কলকাতাতেও 'চাকদা এক্সপ্রেস' -এর শ্যুটিং করে গিয়েছেন অনুষ্কা। সদ্য অনুচিতভাবে কর চাপানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুষ্কা শর্মা। হিসেব বহির্ভূত কর চাপানো হচ্ছে, এই অভিযোগে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা সেলস ট্যাক্সের ডেপুটি কমিশনারের পাস করা ২টো অর্ডারকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন অনুষ্কা।