কর্তা-গিন্নি দুজনেই দম ফেলার ফুরসৎ পান না। কিন্তু একমাত্র সন্তানকে সময় না দিলেই নয়। অতএব রবিবার মানেই ছবির মতো সুন্দর কোনও সৈকতে বেরিয়ে পড়বেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে অবশ্যই নিক জোনাস এবং মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। গত রবিবার ক্যালিফোর্নিয়ার মালিবুর সৈকতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ছবিও দিলেন। এমন পারিবারিক সুন্দর মুহূর্ত আগেও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ডাকসাইটে অভিনেত্রী। মা মধু চোপড়া ও মেয়ের সঙ্গে প্রিয়াঙ্কার ছবি বেশ জনপ্রিয় হয় সোশ্য়াল মিডিয়ায়। গত দীপাবলির সময়ে মেয়েকে কোলে নিয়ে পুজোয় বসেছিলেন বিখ্যাত মডেল। পাশে পপ সিঙ্গার স্বামী। কোনও অনুষ্ঠান ছাড়াও মাঝেমধ্য়েই মেয়ের সঙ্গে সময় কাটানোর ছবি দিতে দেখা যায় মা-কে। প্রত্যেক বারের মতো এই বারে তিনটি ছবিও প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রামে পোস্ট হতে না হতেই তুমুল ভাইরাল। সঙ্গে শুভেচ্ছার ঢল।