ফের নতুন ছবিতে দেব, দেখা যাবে 'বাঘাযতীন'-এর ভূমিকায়।

এবার দেবের বিপরীতে দেখা যাবে একেবারে এক নতুন অভিনেত্রীকে, সৃজা দত্ত।

সৃজা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী, এটাই রূপোলি পর্দায় তাঁর প্রথম কাজ।

ধুতি, পাঞ্জাবি কোটে এক ঝলকে দেবের লুক মনে করাতে পারে গোলন্দাজ-এর লুককে, ছবির পরিচালক অরুণ রায়।

পর্দায় সৃজার চরিত্রের নাম ইন্দুবালা। 'বাঘাযতীন'-এর স্ত্রী

ইতিমধ্যেই সারা ছবি মহরত, তাড়াতাড়িই শুরু হবে শ্যুটিং।