আজ জন্মদিন বাংলার জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক অরিন্দম শীলের অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ হয় অরিন্দম শীলের, পরবর্তীকালে তিনি পরিচালনাতেও আসেন বেশ কিছু ছবির এক্সিকিউটিভ প্রোডিউসর হিসেবে দেখা গিয়েছে তাঁকে অরিন্দম শীলকে দেখা যায় 'তুমি এলে তাই' ছবিতে পরবর্তীকালে অভিনয় করেছেন 'দ্য বং কানেকশন', 'বোস দ্য ফরগটেন হিরো', 'একটি তারার খোঁজে'র মতো ছবিতে ২০১৩ সালে পরিচালনায় আসেন অরিন্দম শীল, 'আবর্ত' ছবি দিয়ে পরিচালনায় আসেন 'এবার শবর', 'হর হর ব্যোমকেশ', 'ঈগলের চোখ', 'মিতিন মাসি' ও আরও অনেক ছবি পরিচালনা করেছেন চলতি বছর অরিন্দম শীলের বেশ কয়েকটা ছবি মুক্তি পাবে, 'মহানন্দা', 'খেলা যখন' ছবির মুক্তির দিন ঘোষণা হয়েছে আগামী এপ্রিল মাসেই শুরু হতে চলেছে তাঁর থ্রিলার ছবি 'ইস্কাবনের বিবি'র শ্যুটিং