'টিকটিকি'-র হাত ধরে প্রথমবার পর্দা ভাগ করে নিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য আর কৌশিক গঙ্গোপাধ্য়ায়
তাঁদের এই নতুন ছবির পরিচালনার দায়ভার সামলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্য়ায়। আজ মুক্তি পেল নতুন সেই ওয়েব সিরিজের ট্রেলার।
৬ এপিসোডের টান টান এই থ্রিলার মুক্তি পাবে আগামী ১৮ মার্চ।
সিরিজ নিয়ে অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya) বলছেন, 'মিলান বসাকের (Milan Basak) মতো চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার কাছে ভীষণ আনন্দের।'
ছবিতে সোমেন্দ্র কৃষ্ণ দেব (Soumendra Krishna Deb)-এর ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্য়ায় (Kaushik Ganguly)। ওয়েব সিরিজ সম্পর্কে তিনি বললেন, 'ওয়েবে এটা আমার প্রথম কাজ।'
অনির্বাণ বলছেন, ''মিলান বসাকের মতো চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার কাছে ভীষণ আনন্দের। আর কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ এই সিরিজে আমার অন্যতম বড় প্রাপ্তি।
এই ওয়েব সিরিজের হাত ধরেই প্রথমবার ওয়েব দুনিয়ায় পা রাখেন কৌশিক গঙ্গোপাধ্য়ায় ও প্রথম ওয়েব সিরিজ পরিচালনা করেছেন ধ্রুব।
একদিকে অভিনয়, অন্যদিকে পরিচালনা, দুইই সমান দক্ষতায় সামলাচ্ছেন অনির্বাণ।
ইতিমধ্য়েই মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে তাঁর নতুন ছবি 'বল্লভপুরের রূপকথা'-র। অন্যদিকে, ১৮ তারিখ মুক্তি পাবে অনির্বাণের নতুন ওয়েব সিরিজ 'টিকটিকি'।