২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে প্রস্থান,

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে প্রস্থান, ২০২৪-এর আগে ফের তৃণমূলে অর্জুন সিংহ

Image Source: নিজস্ব চিত্র।

তাঁকে নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই,

তাঁকে নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই, রবিবার জোড়াফুলে যোগ দিয়ে অবসান ঘটালেন

Image Source: অর্জুনের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সংগৃহীত।

রবিবার ক্য়ামাক স্ট্রিটে যোগদান তৃণমূলে,

রবিবার ক্য়ামাক স্ট্রিটে যোগদান তৃণমূলে, গলায় পতাকা ধারণ করে প্রত্যাবর্তন

Image Source: তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সংগৃহীত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় তৃণমূলে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ

Image Source: তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সংগৃহীত।

তবে তৃণমূলে এলেও, সাংসদ পদ ত্যাগ নয়,

তবে তৃণমূলে এলেও, সাংসদ পদ ত্যাগ নয়, নিজেই জানিয়ে দিলেন অর্জুন

Image Source: তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সংগৃহীত।

তৃণমূল থেকে বিজেপি-তে দুই সাংসদ,

তৃণমূল থেকে বিজেপি-তে দুই সাংসদ, তাঁরা পদ না ছাড়লে, অর্জুনও সরবেন না

Image Source: তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সংগৃহীত।

অর্জুনকে উষ্ণ অভিনন্দন অভিষেকের,

অর্জুনকে উষ্ণ অভিনন্দন অভিষেকের, 'বিভাজনে রাজনীতি' প্রত্যাখ্যানে প্রশংসা

Image Source: তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সংগৃহীত।

২০২৪-এর লোকসভায় ৪২-এ ৪২,

২০২৪-এর লোকসভায় ৪২-এ ৪২, তৃমমূলে এসেই ঘোষণা অর্জুনের

Image Source: তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সংগৃহীত।

বিজেপি-কেও তীব্র আক্রমণ অর্জুনের,

বিজেপি-কেও তীব্র আক্রমণ অর্জুনের, 'ফেসবুক, হোয়াটসঅ্যাপে রাজনীতি বিজেপি-র'

মমতার নেতৃত্বে বড় লড়াই সামনে,

মমতার নেতৃত্বে বড় লড়াই সামনে, তৃণমূলে ফিরে বার্তা অর্জুনের