ABP Ananda

থমাস কাপ জয়ী ভারতীয় শাটলারদের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদি

ABP Ananda

প্রধামন্ত্রীর সঙ্গে কথা বলে উদ্বুদ্ধ হয়েছেন কিদম্বী শ্রীকান্তরা

ABP Ananda

টমাস কাপে জয়ী লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গে আলাপচারিতা প্রধানমন্ত্রীর

মোদি বলেন, ''এটা ছোটখাট কৃতিত্ব নয়। 'হ্যাঁ, আমরাও করতে পারি''

পুলেল্লা গোপীচাঁদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

লক্ষ্য সেন এদিন নরেন্দ্র মোদিকে আলমোরার মিষ্টি উপহার দিলেন

ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার টমাস কাপে (Thomas Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত

তাইল্যান্ডের ইমপ্যাক্ট এরিনাতে ১৪ বারের চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত

লক্ষ্যকে প্রধানমন্ত্রী বলেন, ''আমার জন্য আলমোরার 'বল মিঠাই' আনায় লক্ষ্যকে ধন্যবাদ।''

এর আগে ঐতিহাসিক টমাস কাপ জয়ের পরই ভারতীয় শাটলারদের ফোন করেছিলেন প্রধানমন্ত্রী