কী এই অ্যারিথমিয়া? কী এর লক্ষণ? নানা কারণে আমাদের হৃদস্পন্দর অনিয়মিত হয়, অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যাকেই অ্যারিথমিয়া বলে স্ট্রোক কিংবা কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বাড়িয়ে দেয় অ্যারিথমিয়া শ্বাসের সমস্যা দেখা দিলে কিংবা আচমকা চোখে অন্ধকার দেখলে বুঝতে হবে এই সমস্যা দেখা দিয়েছে বুকে ব্যথা, আচমকা দুর্বল অনুভব করা, চোখে ঝাপসা দেখা অ্যারিথমিয়া রোগের লক্ষণ স্ট্রেস, চিন্তা, ধূমপান, উচ্চরক্তচাপের সমস্যা, মদ্যপানের অভ্যাস থাকলে এই সমস্যা দেখা দেয় এছাড়াও, হার্ট অ্যাটাক হওয়ার আগে, হৃদরোগ থাকলেও এই অসুখ দেখা দেয় এই সমস্যায় নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো দরকার, এছাড়াও হৃদস্পন্দন পরীক্ষা করা দরকার কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন