রবিবার পাকিস্তান ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করছে ভারত

দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে জোরকদমে চলছে ভারতের প্র্যাক্টিস

দুরন্ত ছন্দে রয়েছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য, হতে পারেন ভারতের তুরুপের তাস

গেমচেঞ্জার হতে পারেন ঋষভ পন্থ

বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং চুরমার করার দক্ষতা রয়েছে যুজবেন্দ্র চাহালের

তরুণ অর্শদীপের ওপরও থাকবে নজর

ভুবনেশ্বর কুমার ও তাঁর নাকল বল বিপক্ষের কাঁটা হতে পারে

মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি সূর্যকুমার যাদব বদলে দিতে পারেন ম্যাচের রং

তবে এক্স ফ্যাক্টর দীনেশ কার্তিক, কয়েক ওভারে ম্য়াচের মোড় ঘুরিয়ে দিতে পারেন

প্রস্তুতিতে খামতি রাখছে না টিম ইন্ডিয়া