এশিয়া কাপের প্রতিপক্ষদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বাধিক রান করেছেন রোহিত শর্মা

ভারতীয় অধিনায়ক ২৮.৩৬ গড়ে এশিয়া কাপের পাঁচ প্রতিপক্ষের বিরুদ্ধে মোট ৯৩৬ রান করেছেন

রোহিতের থেকে খানিকটা পিছিয়ে দ্বিতীয় নম্বরে রয়েছেন বিরাট কোহলি

কোহলি মোট ৮২৯ রান করলেও, তাঁর গড় রোহিতের থেকে অনেক বেশি, ৭৫.৩৬

এখন ভারতীয় টি-টোয়েন্টি দলের সদস্য না হলেও, এই তালিকায় এখনও তিন নম্বরে রয়েছেন শিখর ধবন

তিনি ৩১.২৭ গড়ে মোট ৬৮৮ রান করেছেন

শিখরের থেকে বেশ খানিকটা পিছিয়ে অবসর নেওয়া ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না

তিনি ২৪.৮০ গড়ে মোট ৪৯৬ রান করেছেন

রায়নার থেকে রানের বিচারে সামান্যই পিছিয়ে তালিকায় পাঁচ নম্বরে থাকা কেএল রাহুল

তিনি ৩৮.৮৩ গড়ে মোট ৪৬৬ রান করেছেন