পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা

চোট সারিয়ে ফেরা কেএল রাহুল রোহিতের সঙ্গে ওপেন করবেন

বিশ্রাম কাটিয়ে প্রত্যাবর্তন ঘটানো বিরাট কোহলির তিন নম্বরে ব্যাটে নামা উচিত

দলের মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের স্থান পাকা

কিপার হিসাবে ভারতের হয়ে মাঠে নামবেন ঋষভ পন্ত

লোয়ার মিডল অর্ডারে দলের ফিনিশারের ভূমিকায় দেখা যাবে হার্দিক পাণ্ড্য ও দীনেশ কার্তিককে

পাণ্ড্য বাদে রবীন্দ্র জাডেজা টিম ইন্ডিয়ার দ্বিতীয় অলরাউন্ডার

বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার

অর্শদীপ সিংহ হালে যা ফর্ম দেখিয়েছেন তাতে দলে তাঁরই জায়গা পাওয়া উচিত

দলের দ্বিতীয় স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহাল জায়গা না পেলে, তার থেকে অধিক বিস্ময়ের আর কিছুই হবে না