চলতি এশিয়া কাপের পাঁচ প্রতিপক্ষের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহালই সর্বাধিক উইকেট নিয়েছেন

১৬.৬১ গড়ে তিনি ২৬টি উইকেট নিয়েছেন

তবে চাহাল একা নন, তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও

তিনিও ২৬টি উইকেট নিয়েছেন, গড় চাহালের থেকেও কম, ১২.২৩

এই তালিকায় থাকা একমাত্র অবসর নেওয়া ক্রিকেটার হলেন আশিস নেহরা

নেহরা ২০.৬১ গড়ে ১৮টি উইকেট নিয়েছেন

বল হাতে এবারের এশিয়াা কাপের পাঁচ প্রতিপক্ষের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে হার্দিক পাণ্ড্যর রেকর্ডও বেশ ভাল

তিনি ১৮.৬৮ গড়ে মোট ১৬টি উইকেট নিয়েছেন

পঞ্চম স্থানে রয়েছেন এ বারের এশিয়া কাপে ভারতের বোলিং বিভাগের নেতা ভুবনেশ্বর কুমার

হার্দিকের থেকে এক কম, ১৫ উইকেট নিয়েছেন হার্দিক, গড় ১৮.২০