জীবনে কোনও কিছুই
দীর্ঘস্থায়ী হয় না


সম্পর্কও নির্দিষ্ট সময়
পর্যন্তই স্থায়ী হয়


২০২৫ সাল সেই নিরিখে
কষ্টে কাটবে কিছু রাশির জাতকদের


এঁদের সম্পর্ক টালমাটাল হবে,
সম্পর্ক ভেঙেও যেতে পারে


মেষ: ভালাবাসার মানুষকে হারাতে না চাইলে,
কিছু ক্ষেত্রে আপস করতে হবে


মেষ: ২০২৫ সালে সম্পর্ক নিয়ে
কঠিন পরীক্ষা দিতে হতে পারে


মেষ: যদিও শেষ পর্যন্ত আপনি প্রতিকূলতা
কাটিয়ে উঠতে পারেন


বৃশ্চিক: একা থাকার ইচ্ছে প্রবল হয়ে
উঠতে পারে নতুন বছরের শুরুতে


বৃশ্চিক: কিন্তু নিজেকে একেবারে সরিয়ে নিলে,
প্রিয়জনও আপনার থেকে সরে যাবেন


তুলা: সব স্বপ্ন বাস্তবায়িত হয় না,
এই সত্য মেনে নিতে হবে


তুলা: এ বছর হৃদয় ভাঙতে পারে আপনার,
আগে থেকে সতর্ক হয়ে যান
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)