নভেম্বরের শেষ সপ্তাহে তৈরি হচ্ছে গজকেশরী রাজ যোগ এই রাজ যোগের প্রভাবে নভেম্বরের শেষ সপ্তাহে বহু রাশি ধনী হয়ে উঠবেন গজকেশরী রাজ যোগ ব্যক্তির বুদ্ধি, বিবেক এবং মর্যাদা বৃদ্ধি করে সম্পদও বাড়ে, ৫ রাশির জন্য শুভ সময় আসন্ন এই সপ্তাহে গজকেশরী রাজ যোগের মাধ্যমে লোকেরা উপকৃত হবে কর্মজীবনে প্রচুর সাফল্য অর্জন করবেন প্রতিটি পদক্ষেপে সুখ এবং সৌভাগ্য পেতে পারেন আনন্দে ভরপুর হতে চলেছে ব্যবসা থেকে চাকরি, হু হু করে উন্নতি ট্রেডিংয়ে লাভ, বিনিয়োগে দারুণ সফল হবেন ব্যবসায় লক্ষ্মীলাভের সম্ভাবনা পরিবারের সমর্থন পাবেন, বাড়তি টাকাও পাবেন হঠাৎ করেই পেতে পারেন পদোন্নতি ব্যবসায়িক সমস্যার সমাধান হবে পারস্পরিক আস্থা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে