হাতে মুক্তোর আংটি
অনেকেই পরেন


কিন্তু মুক্তোর আংটি পরার
সঠিক পদ্ধতি জানেন কি?


মুক্তধারণের আগে
তা শুদ্ধ করে নেওয়া জরুরি


গঙ্গাজল, তুলসিপাতা, দুধ, ঘি
মধু দিয়ে শুদ্ধ করতে হবে


সেই সঙ্গে ১০৮ বার
'ওম সুমায়ে নমোঃ' পাঠ


সোমবার, শুক্লপক্ষে, সূর্যোদয়ের
আগে মুক্তধারণ করুন


ডান হাতের কড়ে আঙুলে
মুক্তধারণ করা শ্রেয়


রুপোর দিয়ে তৈরি আংটিতে
ধারণ করুন মুক্তো


আংটি ছাড়াও লকেটে
ধারণ করতে পারেন মুক্তো


মুক্তো যেন শরীর স্পর্শ করে,
এতে সবচেয়ে উপকার মেলে
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)