তুলা রাশি - চিন্তায় থাকতে হতে পারে কোনও কারণে।



সিংহ রাশি - প্রেমজীবনে সমস্যা দেখা দিতে পারে।



মিথুন রাশি - কোনও ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকুন।



মেষ রাশি - পুরনো কোনও রোগ নতুন করে মাথাচাড়া দিতে পারে।



মীন রাশি- টেনশন দূর হতে পারে ।



মকর রাশি - আয়ের নতুন উপায় দেখা দরকার ।



কুম্ভ রাশি - বিরোধীদের থেকে সতর্ক থাকুন।



কর্কট রাশি - কারো সঙ্গে বাদ-বিবাদে জড়াবেন না।



কন্যা রাশি - ঈর্ষা বা দ্বেষ ভাব নিয়ে চলবেন না।



ধনু রাশি - ব্যবসায় ভাল লাভ হওয়ার সম্ভাবনা।



বৃশ্চিক রাশি - নতুন বিনিয়োগের আগে চিন্তা করুন।



বৃষ রাশি - কর্মক্ষেত্রে ভাল কিছু করে দেখানোর দিন আজ।