আপনি কোন রাশির জাতক, তার উপর আপনার জীবনের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করে।



কারও জীবনে অনেক বাধা এলেও অনেকসময় তা নিজে নিজেই কেটে যায়। অনেককে আবার শত চেষ্টা সত্ত্বেও বারবার হোঁচট খেতে হয়, মেলে না সাফল্য়



ভগবান শিব, ভগবান হনুমানের যেমন প্রিয় রাশি রয়েছে। তেমনই ভগবান জগন্নাথেরও প্রিয় রাশি হয়েছে।



শাস্ত্র অনুযায়ী বৃষ রাশি ভগবান জগন্নাথের অত্যন্ত প্রিয়



জগন্নাথদেবের আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকারা অনেক বাধা সহজেই পেরিয়ে যান



জগন্নাথ দেবের কৃপা পেয়ে থাকেন কর্কট রাশির জাতকরা। বিশেষ করে চাকরিরতরা অনেক উঁচুপদে উঠতে পারেন।



সিংহ রাশির জাতকদের সাহসী, উদ্যমী এবং পরিশ্রমী বলে মনে করা হয়ে থাকে



শাস্ত্রমতে জগন্নাথদেবের প্রিয় রাশির তালিকায় রয়েছে এই রাশিটিও।



তুলা রাশির জাতক হলে তাঁর উপর সবসময় সদয় থাকেন জগন্নাথদেব। সাফল্য এবং সম্মান সহজেই পেয়ে থাকেন তাঁরা।



ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।