শনি এই মুহূর্তে কুম্ভ রাশিতে অবস্থান করছে। খুব তাড়াতাড়ি হবে স্থান পরিবর্তন



বড় ঠাকুর ৩ জুন, ২০২৭ সাল পর্যন্ত এই রাশিতেই থাকবেন।



বিচারক দেবতা শনিদেব প্রতি আড়াই বছরে তাঁর রাশি পরিবর্তন করেন।



২০২৫ সালে কর্কট এবং বৃশ্চিক রাশির খারাপ সময় যাবে কেটে।



সিংহ ও ধনু রাশিতে শুরু হবে শনি ধাইয়া। ধইয়া স্থায়ী হয় আড়াই বছর ।



মীন রাশির জাতকদের শনির সাড়ে সাতি শুরু হতে পারে। নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।



সিংহ, ধনু, কুম্ভ, মীন ও মেষ রাশির জাতকদের সাবধান থাকতে হবে ২০২৫ সালে।



তবে মনে রাখতে হবে, সৎ পরিশ্রমী ব্যক্তিদের শনিগ্রহ বিপদে ফেলেন না।



অন্যকে পীড়া না দেওয়া ও ন্যায়ের পথে থাকাই শনির সুনজর পাওয়ার উপায়।



bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না।



Thanks for Reading. UP NEXT

বুধে কার খুলছে কপাল ? কার দুর্ভাগ্য

View next story