আষাঢ় অমাবস্যায় শনির শুভ যোগ এই রাশিগুলির ভাগ্যে চমক আসবে

জ্যোতিষশাস্ত্রমতে অমাবস্যা তিথির গুরুত্ব রয়েছে এই দিনে পিতৃতর্পণেরও শুভ সময় রয়েছে

আষাঢ় অমাবস্যা পড়েছে ৫ জুলাই, শুক্রবার শনির যোগে শিব, দেবী লক্ষ্মীর পুজোও করতে পারেন

এই আষাঢ় অমাবস্যার গুরুত্ব অপরিসীম শনি কুম্ভ রাশিতে থেকে শশ রাজযোগও গঠন করছে

শনির এই যোগে উপকার পাবেন বৃষ বড়ঠাকুরের কৃপায় ব্যবসায় লক্ষ্মীলাভ হবে

মকর রাশিতে এই শুভ যোগ আর্থিক প্রাপ্তি হতে পারে

কুম্ভ রাশিতে সফল হওয়ার আশঙ্কা জীবনে অনেক খুশির সঞ্চার হতে পারে