মোটা মাইনের চাকরি করেও মাসের শেষে ভাঁড়ে মা ভবানী দশা হয় অনেকের

হিসেব করে মাস চললেও জলের মতো বেরিয়ে যায় টাকা আপনিও কি মোটা টাকা হাতে পেয়েও খরচ সামলে হিমশিম খাচ্ছেন?

জ্যোতিষ মতে, প্রতিদিনের কিছু অভ্যাস আমাদের অর্থ সঞ্চয়ের পথে বাধা সৃষ্টি করে

সেই সব অভ্যাস ত্যাগ করলেই মাসের শেষেও পকেট থাকতে পারে ভারী

শাস্ত্র অনুযায়ী, সন্ধের পর ঘর মুছলে সৌভাগ্যকেও ধুয়ে মুছে ফেলা বোঝায় তাই যতটা সম্ভব সূর্যাস্তের আগে ঘর পরিষ্কার করতে হবে

বাথরুম নোংরা রাখা চলবে না স্নান করার পর সঙ্গে সঙ্গে বাথরুম পরিষ্কার করলে তা অর্থভাগ্যে প্রভাব ফেলে

খাওয়ার পর খুব তাড়াতাড়ি প্লেট পরিষ্কার করে নিন শাস্ত্র মতে, এঁটো প্লেট ফেলে রাখলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন

রোজ সকালে নিয়মিত বিছানা পরিষ্কার করুন পরিষ্কার বিছানা সৌভাগ্যকে ও বাসি বিছানা দুর্ভাগ্যকে আকর্ষণ করে বলে মত