মীন রাশির সাড়ে সাতি চলছে। ২৯ মার্চ থেকে শুরু হবে ২য় পর্যায়।
ABP Ananda

মীন রাশির সাড়ে সাতি চলছে। ২৯ মার্চ থেকে শুরু হবে ২য় পর্যায়।



মীন রাশিতে শনির সাড়ে সাতির প্রভাবকে ছাপিয়ে লক্ষ্মী নারায়ণ যোগ দেবে অগাধ সমৃদ্ধি
ABP Ananda

মীন রাশিতে শনির সাড়ে সাতির প্রভাবকে ছাপিয়ে লক্ষ্মী নারায়ণ যোগ দেবে অগাধ সমৃদ্ধি



বুধ ও শুক্র গ্রহের মিলনের ফলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়। এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ABP Ananda

বুধ ও শুক্র গ্রহের মিলনের ফলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়। এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।



ফেব্রুয়ারি মাসে চারটি বড় গ্রহ সূর্য, বুধ, শুক্র এবং মঙ্গলের গোচর ঘটতে চলেছে।
ABP Ananda

ফেব্রুয়ারি মাসে চারটি বড় গ্রহ সূর্য, বুধ, শুক্র এবং মঙ্গলের গোচর ঘটতে চলেছে।



ABP Ananda

এর ফলে বিরাট লাভ পাবে মীন রাশি। মীন রাশির জাতকরা পাবেন লক্ষ্মী নারায়ণের অগাধ আশীর্বাদ



ABP Ananda

বুধ ও শুক্রের মিলনের কারণে মীন রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে



ABP Ananda

ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সময়টি কিছু রাশির জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে।



ABP Ananda

মীন রাশির জাতকরা লক্ষ্মী নারায়ণ যোগে বিশেষ সুবিধা পাবেন।



ABP Ananda

চাকরিজীবীরা নতুন বছরে কর্মজীবনে অগ্রগতির পাশাপাশি আর্থিক লাভও পাবেন।



আপনি যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন।



অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।