জ্যোতিষশাস্ত্রে গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে গণেশের পূজা করলে গ্রহের সমস্ত দোষ কেটে যায়, জীবনে লেগে থাকে সফলতাও জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ভগবান গণেশের কিছু প্রিয় রাশি রয়েছে যে রাশিদের ওপর এই দশ দিন শুভ প্রভাব ফেলবে গণেশজি তাছাড়া এরা সারা বছরই গণেশের কৃপা পেয়ে থাকেন এই রাশিদের আর্থিক দিকে উন্নতি করতে সাহায্য করেন গণপতি গণেশের কৃপায় এরা সকল কাজে সবসময় এগিয়ে থাকবেন চাকরিতে উন্নতির জন্য এদের ভাবতে হয় না মেষ রাশির ব্যক্তিদের উপর সবসময় গণেশের কৃপা থাকে তাই এদের আর্থিক দিকে খুব লাভ হয়। এদের জীবনে সফলতা লেগেও থাকে এরা জীবনে কোনও কাজেই কখনোই হার মানেন না চাকরি থেকে ব্যবসায়ে সফলতা লেগেই থাকে এদের