প্রেমের সম্পর্কে কপাল পোড়া থাকে চার রাশির জাতকদের

এইসব রাশির জাতকরা মূলত অন্তর্মুখী প্রকৃতির হয়। তাঁরা কী চাইছেন তা মুখ ফুটে বলে উঠতে পারেন না

এই তালিকায় প্রথমেই রয়েছে মকর রাশি। এঁরা খুব উচ্চাকাঙ্খী হন এবং কেরিয়ারকে অগ্রাধিকার দেন

ফলে, সঙ্গীর অনুযোগ থাকে, মনের দিক থাকে তাঁকে পাওয়া যাচ্ছে না। শেষমেশ সম্পর্কে একটা বড় শূন্যতা তৈরি হয়

কুম্ভ- সঙ্গীকে ভালোবাসা এবং উপহারে ভরিয়ে দেন এই রাশির জাতকরা। কিন্তু, একই রকম জিনিস যখন তাঁরা সঙ্গীর কাছ থেকেও পান না, তখন এঁদের মন ভাঙে

সম্পর্কে আবেগের কথা স্পষ্টভাবে সঙ্গীকে বলেন। যা আনেক সময় সঙ্গীকে আঘাত করে। শেষমেশ সম্পর্ক ভেঙে যায় কুম্ভের

মীন রাশির জাতকরা অধিকাংশ সময় স্বপ্নের ঘোরে থাকেন। সম্পর্ক ঘিরে অবাস্তব প্রত্যাশা থাকে এঁদের। তাতে হৃদয় ভাঙার সম্ভাবনা থাকে

মীন- এই রাশির জাতকদের টক্সিক সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা থাকে। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রীতিমতো বেগ পেতে হয়

মিথুন- সামাজিক প্রকৃতির হন। সকলের সঙ্গে মেলামেশা করতে গিয়ে কোনও একটি সম্পর্কে আবদ্ধ থাকা হয় না। ফলে, সম্পর্ক বজায় রাখতে সমস্যায় পড়েন

মিথুন- নিজেদের অনুভূতির কথা বলে উঠতে পারেন না। প্রায়ই আবেগহীন মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ফলে, সমস্যা হয়