বয়স বাড়লেও হয় না
মনের পরিবর্তন


বুড়ো বয়সেও বাচ্চা
বনে থাকেন অনেকে


কিছু রাশির ক্ষেত্রে
একথা বিশেষ প্রযোজ্য


মনে মনে এঁরা
শিশুই থেকে যান


সিংহ: শিশুর মতো হেসেখেলে
জীবন কাটাতে চান এঁরা


সিংহ: সকলের মনোযোগ
আকর্ষণ করতে চান


মীন: জীবনে জটিলতা
পোষায় না এঁদের


মীন: শিশুর মতো কল্পনাপ্রবণ
মন নিয়েই সন্তুষ্ট এঁরা


ধনু: এঁরা সবকিছুকেই
ভাল চোখে দেখেন


ধনু: শিশুর মতোই
সন্ধিৎসু হন এঁরা


মিথুন: সবকিছুকে জানার,
বোঝার আগ্রহ থাকে


মিথুন: দুঃখী হয়ে থাকতে পারেন না,
প্রাণচঞ্চল প্রকৃতির হন