২০২৫ সালের প্রথম মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে।



পঞ্জিকা অনুযায়ী নতুন বছরের প্রথম মাসের শুরুতেই রাশি পাল্টাবে গ্রহের যুবরাজ বুধ।



৪ জানুয়ারি বৃহস্পতির রাশি ধনুতে প্রবেশ করবে বুধ । জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বাক ও বুদ্ধিমত্তার কারক বলে মনে করা হয়।



বুধ রাশিতে বলবান হলে ব্যবসায় সফলতা পাওয়া যায়।



বুধ ধনু রাশিতে গমন করলে নতুন কাজ করার সংকল্প করতে পারেন বৃষর জাতকরা।



বৃষ রাশির জাতক হলে, আপনি এই সময় নিজের সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন।



লক্ষ্য অর্জনের জন্য আগের চেয়ে কঠোর পরিশ্রম করলে ফল পাবেন।



এই সময়ে আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি পেতে পারেন।



বুধ ধনু রাশিতে গমনের কারণে বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে।



ধনু রাশির জাতক জাতিকাদের অর্থ লাভের সম্ভাবনা, কর্মজীবনেও সাফল্য পেতে পারেন।