এ বছর অর্থাৎ ২০২৫-এর ২৯ মার্চ শনির গোচর হবে

এই দিনে চৈত্র্য অমাবস্যা ও সূর্য গ্রহণের সংযোগ হবে। এই মহাসংযোগ কিছু রাশির জাতকদের জীবনে নতুন বদল নিয়ে আসবে

২৯ মার্চ রাত ১০টা ১ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে শনি। এই দিনে মেষ রাশির সাড়েসাতি শুরু হবে এবং এর থেকে রেহাই মিলবে মকর রাশির

শনির গোচর খুবই উপকারে লাগবে মিথুন রাশির জাতকদের

ব্যবসায় ভালো লাভ হবে মিথুন রাশির জাতকদের। ধনলাভের যোগ তৈরি হচ্ছে। পরিশ্রমের ফল পাবে ছাত্ররা

কন্যা রাশির জাতকরা নতুন সম্পত্তি ও গাড়ি কিনতে পারেন

ভালো রোজগারের সুযোগ মিলবে। চাকরিতে চলতে থাকা সমস্যা কেটে যাবে

মকর রাশির জাতকরা সবথেকে লাভবান হবেন। শনি সাড়েসাতি থেকে মুক্তি পাবেন

আর্থিক সমস্যার সমাধানেরও সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতকদের

শনি গোচর ও সূর্য গ্রহণের মহাসংযোগে ধনু রাশির আর্থিক লাভ মিলবে। সম্পর্কের দূরত্ব কমবে