২০২৫ সালের মার্চে ন্যায়ের দেবতা শনি দেব কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন।
ABP Ananda

২০২৫ সালের মার্চে ন্যায়ের দেবতা শনি দেব কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন।
ওইসময়ই আংশিক সূর্যগ্রহণও পড়ছে।


একইসময়ে শনিদেবের গোচর এবং সূর্যগ্রহণে জীবনে আসতে পারে অনেকটা পরিবর্তন। এর ফলে কিছু রাশির কেরিয়ারে আসবে সাফল্য।
ABP Ananda

একইসময়ে শনিদেবের গোচর এবং সূর্যগ্রহণে জীবনে আসতে পারে অনেকটা পরিবর্তন। এর ফলে কিছু রাশির কেরিয়ারে আসবে সাফল্য।



ব্যবসায়ীদের হতে পারে আচমকা ধনলাভ। দেখে নেওয়া যাক কোন রাশির ভাগ্য চমক দিতে পারে শনিগোচর আর সূর্যগ্রহণের মিশ্র পুণ্য প্রভাবে।
ABP Ananda

ব্যবসায়ীদের হতে পারে আচমকা ধনলাভ। দেখে নেওয়া যাক কোন রাশির ভাগ্য চমক দিতে পারে শনিগোচর আর সূর্যগ্রহণের মিশ্র পুণ্য প্রভাবে।



মিথুন রাশি
ABP Ananda

মিথুন রাশি
শনি গোচর ও সূর্যগ্রহণ লাভদায়ক হতে পারে মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য। ধনাগম হতে পারে।


ABP Ananda

আর্থিক কষ্ট দূর হতে পারে। হতে পারে প্রমোশন, কাজের প্রশংসা। মিলতে পারে পরিশ্রমের ফল। পড়ুয়াদের পরীক্ষায় হতে পারে ভাল ফল



ABP Ananda

ধনু রাশি
শনি গোচর ও সূর্যগ্রহণে ধনু রাশির জীবনে ইতিবাচক প্রভাব আসবে। চাকরি করেন যাঁরা, আসতে পারে দায়িত্ব। নতুন কিছু শেখার সুযোগ।


ABP Ananda

কর্মক্ষেত্রে মান-সম্মান। ব্যবসা বাড়াতে চাইলে ভাল সময়। স্বাস্থ্যও থাকবে ভাল



ABP Ananda

মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শনি গোচর ও সূর্যগ্রহণের প্রভাব হবে শুভ। পৈতৃক বিষয়সম্পত্তি সংক্রান্ত মামলার নিষ্পত্তি। পুরনো বিনিয়োগে হতে পারে ধনপ্রাপ্তি।


ABP Ananda

কর্মক্ষেত্রে নতুন বিষয় শিখতে পারেন। হতে পারে প্রমোশন। আকস্মিক ধনপ্রাপ্তির যোগও রয়েছে।



ABP Ananda

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।
এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।