প্রতিটি মানুষই শনির আশীর্বাদ পেতে চায়।  শনি যখন অশুভ অবস্থানে থাকে, তাহলে সমস্যার মুখোমুখি হতে হয়।
ABP Ananda

প্রতিটি মানুষই শনির আশীর্বাদ পেতে চায়। শনি যখন অশুভ অবস্থানে থাকে, তাহলে সমস্যার মুখোমুখি হতে হয়।



শনিবার কোনও অমাবস্যা পড়লে, তখন তাকে শনিশ্চরী অমাবস্যা বলা হয়।
ABP Ananda

শনিবার কোনও অমাবস্যা পড়লে, তখন তাকে শনিশ্চরী অমাবস্যা বলা হয়।



এবার, শনিশ্চরী অমাবস্যা পড়ছে ২০২৫ সালের ২৯ মার্চে। এটিকে  চৈত্র অমাবস্যাও বলা হয়।
ABP Ananda

এবার, শনিশ্চরী অমাবস্যা পড়ছে ২০২৫ সালের ২৯ মার্চে। এটিকে চৈত্র অমাবস্যাও বলা হয়।



শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ABP Ananda

শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।



ABP Ananda

এই তিথিতে তর্পণ করলে পিতৃ দোষ বা কালসর্প দোষের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।



ABP Ananda

বছরের প্রথম শনিশ্চরী অমাবস্যায় বছরের প্রথম সূর্যগ্রহণ হবে।



ABP Ananda

এই দিনেই শনি মীন রাশিতে প্রবেশ করবেন।



ABP Ananda

এদিনই শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবে মকর রাশি।



ABP Ananda

৭ বছর ধরে নানা সমস্যায় থাকার পর শনির কড়া নজরদারি থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা।



ABP Ananda

শনির ধইয়ার প্রভাব থেকে মুক্তি পাবে কর্কট ও বৃশ্চিক রাশি। এই ২ রাশির উপর থেকেও সঙ্কট কাটবে।