কুচক্রী লোক? ক্ষতি করবে? চেনার উপায় জানিয়েছেন চাণক্য়

Published by: ABP Ananda

বাড়িতে কাকে ডাকবেন? কাকে ডাকবেন না? এই সিদ্ধান্ত নিতে অনেকেই ভাবনায় পড়েন। কী করবেন?

কাদের থেকে দূরে থাকবেন? কাদের বাড়িতে ডাকবেন? সেটার পরামর্শ দিয়ে গিয়েছেন চাণক্য।

বেশ কয়েক ধরনের লোক থেকে দূরে থাকতে বলেছেন চাণক্য। তাঁদের বাড়িতে আমন্ত্রণ করতেও বারণ করেছেন।

যাঁরা আপনার মন নিয়ে খেলে তাঁদের বিশ্বাস করবেন না। তাঁরা আপনাকে ফাঁদে ফেলতে পারে। এরা ধূর্ত এবং ক্ষতিকারক হতে পারে। এদের থেকে দূরে থাকাই ভাল।

সত্যিকারের বন্ধুরা আপনাকে কঠিন সময়ে সাহায্য করে। এমন লোকদের উপেক্ষা করুন যাঁরা শুধুমাত্র আপনার কাছে আসে যখন তাঁদের কিছু প্রয়োজন হয়।

এমন লোকদের থেকে দূরে থাকুন যাঁরা ইচ্ছাকৃতভাবে অন্যকে আঘাত করে এবং কোনও অনুশোচনা করে না।

যাঁদের জ্ঞান নেই তাঁদের সঙ্গে চাণক্য বন্ধুত্ব না করার পরামর্শ দিয়েছেন। যারা সম্পূর্ণ অজ্ঞ এবং বাজে কথা বলে তাঁদের থেকে দূরে থাকুন।

চাণক্যের মতে, কিছু লোক আপনার অনুপস্থিতিতে খারাপ কথা বলে। তাঁদের থেকে সতর্ক থাকুন।

এই ধরনের লোকদের বাড়িতে আমন্ত্রণ জানানো উচিত নয়। ব্যক্তিগত জীবনের ব্যাপারেও জানানো উচিত না। এরা সেগুলি বাইরে জানিয়ে দিতে পারে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না।