৩১ অক্টোবর দীপাবলিতে, শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থায় থাকবে এতে শশ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হবে দীপাবলিতে শনির এই শুভ সংযোগ ৩০ বছর পর ঘটছে শনিদেব ৩০ বছর পর দীপাবলিতে একটি শুভ কাকতাল তৈরি করবেন এমন পরিস্থিতিতে শনির কৃপায় কিছু রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে জেনে নিন কারা সেই সৌভাগ্যবান রাশির জাতকরা ৩০ বছর শনির লাফ, দীপাবলিতে শুভ যোগ, ৪ রাশিতে সৌভাগ্যর বন্যা দীপাবলিতে শনির বিপরীতমুখী হওয়া মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে, আয়ের উৎস খুলবে শনির কৃপায় অর্থ সমস্যার সমাধান হবে, বিনিয়োগ থেকে লাভ পাবেন ব্যবসায়ীদের কিছু বড় চুক্তি চূড়ান্ত হতে পারে আপনি চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন পদের সঙ্গে সঙ্গে টাকাও বাড়বে পরিবারে সুখের পরিবেশও থাকবে ভালো চাকরির সুযোগ পাবেন