অনেকে মনে করেন রাহু গ্রহ শুধুমাত্র নেতিবাচক শক্তির সৃষ্টি করে কিন্তু জ্যোতিষশাস্ত্রমতে মোটেও তা নয় রাহু আপনার রাশিতে সঠিক অবস্থানে থাকলে দারিদ্র থেকে সম্পদে নিয়ে যেতে পারে এবার রাহুর সঙ্গে মঙ্গল নবপঞ্চম রাজযোগের সৃষ্টি কিছু রাশি বিশেষ সুবিধা পেতে পারে সব স্বপ্ন পূরণ করতে পারবে রাহুর কৃপা সম্পদ আনতে পারে চাকরিতে বড় পরিবর্তন দেখতে পারেন ব্যবসা খুব লাভজনক হতে পারে অর্থ উপার্জনের উৎস বাড়বে, সুখ আসবে ব্যবসা-বাণিজ্যে অর্থনৈতিক উন্নতি হবে