লক্ষ্মীর আরাধনা অনেকে করেন। চঞ্চলা লক্ষ্মীকে ঘরে থিতু করতেও অনেকে করেন অনেক পুজো আচ্চা। সংসারে সমৃদ্ধি, শান্তি আনেন মা লক্ষ্মী। কিন্তু মা লক্ষ্মী কি সব ঘরে থাকেন ? না! মা লক্ষ্মীকে ঘরে ধরে রাখতে মানতেই হবে কিছু নিয়ম। কয়েকটি কাজ করলেই মুখ ফেরান ধনদেবী। উপার্জনের কিছু অংশ অভাবীকে দান করুন। দান করলে সম্পদের ক্ষয় হয় না, তা বৃদ্ধি হয়। যে পরিবারে প্রতিদিন ঝামেলা হয়, সেখানে লক্ষ্মী স্থায়ী হতে চান না। ছোটোখাটো বিষয়ে তর্ক করা এড়িয়ে চলুন এঁটো বাসন-কোসন জমিয়ে রাখেন অনেকে। ঘরের মধ্যে জমা করেন আবর্জনা। তাদের ভালবাসেন না লক্ষ্মী। প্রতিবেশীদের আবদার অনেকেই ফেরাতে পারেন না। কিন্তু কাউকে চিনি না দেওয়াই শ্রেয় । সূর্যাস্তের পর কাউকে ভাঁড়ার ঘর থেকে কাউকে নুন দান করবেন না। এই কয়েকটি কাজ না করলেই প্রসন্ন হন লক্ষ্মী। সবার উপরে সৎ থাকা আবশ্যক। মনে রাখতে হবে, অসাধু মানুষের ঘরে প্রচুর টাকা পয়সা আসলেও, তা সাময়িক। পথে বসাতে দেরি করেন না লক্ষ্মী।