অনেক পরিশ্রম করেও আর্থিক সংকট দূর হচ্ছে না? সোমবার করুন এই ৩টি ব্যবস্থা যারা সোমবার আচার-অনুষ্ঠান করে ভগবান শিবকে স্মরণ করেন তাদের জীবনের সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়ে যায় এবং তারা পুণ্য ফল পায় সোমবার ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে শিব মন্দিরে যান শিবলিঙ্গকে অঞ্জলি নিবেদন করে এর পরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শিব রক্ষা স্তোত্র পাঠ করুন জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সকাল ও সন্ধ্যায় 'ওম নমো ধনদায় স্বাহা' মন্ত্রটি জপ করুন চাকরি বা ব্যবসায় উন্নতি চাইলে মন্দিরে গিয়ে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন সোমবার মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ মিশিয়ে জল নিবেদন করুন প্রদোষে চাল, দুধ, রৌপ্য ইত্যাদি দান করুন কথিত আছে, এতে ভোলেনাথের আশীর্বাদে সমস্ত কাজ সম্পন্ন হয়