ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালন করা হয় । শারদ উৎসবের শুরুটাই হয় সিদ্ধিদাতার পুজো দিয়ে। সকলেই সিদ্ধিদাতার আরাধনা করবেন অবশ্যই। তবে কয়েকটি রাশির প্রতি সদাই তুষ্ট গণপতি। মেষ- মেষ রাশি গণপতির খুব প্রিয়। বিশ্বাস করা হয়, ভগবান গণেশ মেষ রাশির জাতকদের প্রতি সর্বদা সদয় হন। মেষ রাশির জাতক জাতিকারা নিষ্ঠা দিয়ে কাজ করলে প্রতিটি কাজে সফল হন। মনে করা হয় মেষ রাশির জাতকরা জ্ঞানী, গুণী এবং সাহসী হন। মিথুন- ভগবান গণেশের দ্বিতীয় প্রিয় রাশি হল মিথুন। এই রাশির জাতকদের উপরও সর্বদা গণেশের আশীর্বাদ থাকে। গণপতির কৃপায় এই রাশির জাতক জাতিকারা ব্যবসা বা শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জন করেন। গণপতি বাপ্পার কৃপায় এই মানুষগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হন।