শনির কয়েকটি দশা আছে, যার প্রভাবে জীবনে কঠিন সময় আনে



শনির ধাইয়া চলে আড়াই বছর। এই সময়টি অনেকের জন্য বেদনাদায়ক হয়ে ওঠে।



শনি কর্মফল অনুসারে মানুষকে প্রভাবিত করেন। তাই ধইয়ার প্রভাবও নির্ভর করে কর্মের উপর ।







শনির ধইয়ার সময়কাল আড়াই বছর। এই সময়ে নানারকম অশুভ ফল পাওয়া যায় কর্মফল অনুসারে।



বর্তমানে শনির অক্ষ কর্কট ও বৃশ্চিক রাশির উপর আছে । এই দুটি রাশিই ২০২৫ সালে শনির ধইয়ার প্রভাব থেকে মুক্তি পাবে।



শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনির এই গমন খুবই গুরুত্বপূর্ণ, এর ভিত্তিতে শনির সাড়ে সাতি ও শনির ধইয়া স্থির হয়।



এই ট্রানজিটের পর সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাদের উপর শনির ধইয়ার প্রভাব শুরু হবে।



এই উভয় রাশিচক্রকে শনির নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হবে।



২রাশির সকলকেই জ্যোতিষশাস্ত্রবিদদের পরামর্শ, অর্থ লেনদেনের সময় সতর্ক থাকুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।