গ্রহ - নক্ষত্রের এগনো - পিছনোয় অনেক সময়ই কঠিন পরিস্থিতিতে পরেন অনেক রাশির জাতক। যদি হনুমানজির আশীর্বাদ থাকে ঝামেলা কাউকে স্পর্শ করে না। যদিও ভগবান হনুমান তার সব ভক্তদেরই ভালবাসেন, তাও জ্যোতিষশাস্ত্র অনুসারে চারটি নির্দিষ্ট রাশির প্রতি বিশেষ ভালবাসা রয়েছে বজরঙ্গবলীর। ভগবান হনুমানের প্রিয় রাশি হল মেষ রাশি। এই রাশির জাতকরা সব সময় হনুমানের কৃপা উপভোগ করে। মেষ রাশির ব্যক্তিরা তাঁদের দক্ষতা, জ্ঞান এবং চাতুর্যের মাধ্যমে সব বিপদ থেকে রক্ষা পায়। সিংহ রাশির ব্যক্তিরা হনুমান জির আশীর্বাদ পান সবসময়। জীবনের অসুবিধা থেকে রক্ষা পান এঁরা। আর্থিক সমস্যাও কেটে যায় হনুমানজির আশীর্বাদে। কাটে স্বাস্থ্য সমস্যাও। রাশি বৃশ্চিক হলে হনুমান জির প্রভাবে ব্যর্থতা দূর হয়। সাফল্য আসে হাতের মুঠোয়। কুম্ভ রাশি হলে কাজে বাধা থাকলে কেটে যাবে। চ্যালেঞ্জ সহজ হবে। অর্থনৈতিক পরিস্থিতি ভাল হবে। সমৃদ্ধি থাকবে সর্বদার সঙ্গী।