আজ ২২ জুলাই, একটি বিস্ময়কর কাকতালীয় যোগ তৈরি হচ্ছে এদিন। সোমবার দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এদিন গঙ্গা স্নানেরও বিশেষ তাৎপর্য রয়েছে। অন্তত গঙ্গাজল মিশিয়ে সেই জলে স্নান করুন। আজ সোমবারে শুক্রাদিত্য যোগ, নবপঞ্চম যোগ, গজকেশরী যোগ, কুবের যোগ, বুধাদিত্য যোগ এবং শশ যোগ গঠিত হচ্ছে। জ্য়োতিষদের দাবি, প্রায় ৭১ বছর পর শ্রাবণ মাসে সোমবারে এমন এক বিরাট কাকতালীয় ঘটনা ঘটছে। এর আগে ১৯৫৩ সালে সোমবার একটি কাকতালীয় ঘটনা ঘটে। যার কারণে উপকৃত হয়েছিল বেশ কিছু রাশির জাতকরা। শিবঠাকুরের আশীর্বাদে মেষের জাতকরা অর্থ উপার্জনের অনেক নতুন সুযোগ পাবেন। সামাজিক অবস্থাও মজবুত হবে। রাশি বৃষ হলে ব্যবসায় চাঙ্গা হবে। সংসার খরচ বাঁচাতে পারবেন। মিথুন রাশির জাতক হলে পারিবারিক বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি হলে কর্মজীবনে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি। চাকরিজীবীদের বিদেশ সফরে সুযোগ তৈরি হতে পারে। ধনু রাশি হলে চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। পরিবারে চলা বিবাদ মিটতে পারে।