মহাদেবের খুব প্রিয় মাস শ্রাবণ শিব ভক্তরা শ্রাবণ মাসে পুজো করেন ইচ্ছেপূরণের জন্য অনেকগুলি শুভ যোগের বিরল সংমিশ্রণে এই বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে মঙ্গল-বুধ যোগ, গজকেশরী যোগের মতো শুভ যোগও তৈরি হবে, ৪ রাশিতে উপকার মিলবে কর্কট রাশির কেরিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান হবে আর্থিক সুবিধা হবে, সম্পর্ক ভাল থাকবে কন্যা রাশির জাতকদের কর্মজীবনে উন্নতি হবে সম্পদ এবং সুখও পাবেন, বাড়বে আর্থিক শক্তি সিংহ রাশির জাতকদের জন্য সৌভাগ্য বৃদ্ধি হবে ব্যবসায়ীরা প্রচুর লাভ পাবেন, আর্থিক সংকট থেকে মুক্তি মকর রাশিতে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে কর্মজীবনে উন্নতির সময়, পরিশ্রম কম করবেন না