ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান হনুমানের পুজো করলে সুখ ও সম্পদ বৃদ্ধি পায়। ভয়, রোগ, কষ্ট ইত্যাদিও চলে যায়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, হনুমানজির কৃপায় ১০ সেপ্টেম্বর কিছু রাশির জন্য খুব শুভ হতে চলেছে। মেষ রাশি হলে সম্পত্তি বা অর্থের আগমন ঘটতে পারে। বৃষ রাশি হলে পরিশ্রমের জন্য প্রশংসা পেতে পারেন। ভুল বোঝাবুঝি দূর করতে সঙ্গীর সঙ্গে কথা বলে নিন। কাজ যথাসময়ে সম্পন্ন হবে। আর্থিক সমস্যা কাটতে পারে কর্কট রাশি হলে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকলে ফল পাবেন হাতেনাতে। রামে ভক্তি, সত্যে নিষ্ঠা আর হনুমান চালিশা পাঠে তুষ্ট হবেন বজরঙ্গবলী