হনুমানজিকে বলা হয় সঙ্কটমোচন। যে কোনও সঙ্কটে রক্ষাকবচ হনুমান। হনুমানজির সুনজরে কেটে যায় সব বিপদ। তবে ডাকতে হয় অন্তর থেকে। কয়েকটি রাশিকে বলা হয় হনুমানজির বড় প্রিয়। তাঁদেরকেই বলা হয় প্রকৃত ভক্ত। মেষ রাশি হল মঙ্গল গ্রহের রাশি। মঙ্গলবার আবার হনুমানজির পুজোর বার। মেষ রাশির জাতকরা সবসময় হনুমানজির কৃপাধন্য। সিংহ রাশির জাতকরা সর্বদা হনুমানজির আশীর্বাদ পান। সিংহ রাশির জাতক জাতিকারা ভক্তি সহকারে ডাকলে সহজে মহাবীরের আশিস পান। বৃশ্চিক রাশির জাতকরা হনুমানজির প্রকৃত ভক্ত। এই রাশির অধিপতি মঙ্গল। বৃশ্চিক এই রাশির জাতক জাতিকারা প্রতিটি চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারেন সহজে। ধনু রাশির লোকেরা হনুমানজির প্রকৃত ভক্ত। মহাবীরের কৃপায় এঁরা খুব বুদ্ধিমান হন মকর রাশির অধিপতি হলেন শনিদেব, তাই এই রাশির উপর সর্বদা হনুমানজির আশীর্বাদ থাকে। ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।