হনুমানজী হলেন সঙ্কট মোচনকারী। তিনি সব বিপদে আপদে পাশে দাঁড়ান।



হনুমান জী অত্যন্ত ভক্ত বৎসল বলে মনে করা হয়। ভয়, আতঙ্কে হনুমান জী ভক্তের পাশে দাঁড়ান।



হনুমান জীকে সহজেই সন্তুষ্ট করা যায় বলে বিশ্বাস অনেকের। তবে সৎ মনোভাব দরকার।



জ্যোতিষশাস্ত্রবিদদের একাংশের মতে, ৩ টি রাশির জন্য আসন্ন নতুন বছরটি খুব শুভ হতে চলেছে হনুমান জীর কৃপায়।



মেষ রাশির জাতক হলে ২০২৫ সালটি মেষ রাশির জাতকদের জন্য খুব ভাল হতে পারে। সব ভাল কাজ সুসম্পন্ন হতে পারে।



মেষের জাতকরা নতুন বছরে কাজে সাফল্য পাবেন। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ আছে।



বৃশ্চিক রাশির জাতক হলে ২০২৫ সালটি খুবই শুভ বলে মনে করা হয়। জীবন সুখে ভরে যেতে পারে।



হনুমানজির কৃপায় জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে। সরকারি চাকরির যোগও আছে।



মকর রাশির জাতক হলে ২০২৫ সালে, হনুমান জির বিশেষ আশীর্বাদ পাবেন।



ব্যবসায় আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। অর্থের অভাব হবে না ।